হেলাপাকড়ি, ৪ ডিসেম্বরঃ ময়নাগুড়ি দক্ষিণ মন্ডল আন্তঃ প্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয় ও শিশুশিক্ষা কেন্দ্র সমূহের ৩৭ তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। মঙ্গলবার ভোটপট্টি হাসপাতাল মাঠে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ মন্ডল অবর বিদ্যালয় পরিদর্শক বিবেকানন্দ বর্মন, মন্ডল ক্রীড়া সম্পাদক অন্যদা রায়, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায়বসুনিয়া, পদমতি-১ এবং ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা রায় ও লিপিকা রায়।
দক্ষিণ মন্ডলের অন্তর্গত ৪টি অঞ্চলের বিভিন্ন স্কুলের মোট ১১২ জন ক্ষুদে প্রতিযোগী ৩টি বিভাগে অংশ নেয়। দৌড়, উচ্চ লম্ফ, দীর্ঘ্য লম্ফ, জিমন্যাস্টিক, আলু কুরানো, হাড়ি ভাঙা, শর্টপার্ট প্রভৃতি মোট ২৮টি ইভেন্টের প্রতিযোগিতা হয়। প্রতিটি ইভেন্ট শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার সহ মানপত্র তুলে দেওয়া হয়। জলপাইগুড়ি জেলা স্তরের প্রতিযোগিতাটি আগামী ১১ ও ১২ ডিসেম্বর ময়নাগুড়ি ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে। সেখানে শুধুমাত্র প্রথম স্থানাধিকারীরা অংশগ্রহণের সুযোগ পাবে।
সংবাদদাতাঃ উৎপল সেন
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zGH69W
December 04, 2018 at 06:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন