একবছরের জন্য সাসপেন্ড সাজিদ খান

মুম্বই, ১২ ডিসেম্বরঃ অভিনেত্রীদের যৌন হেনস্থার অভিযোগে সাজিদ খানকে একবছরের জন্য সাসপেন্ড করল ইন্ডিয়ান ফিল্ম ও টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন(আইএফটিডিএ)।

#MeToo এর মাধ্যমে সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন অভিনেত্রী রাচেল হোয়াইট, অ্যাসিস্টেন্ট ডিরেক্টর সালোনি চোপড়া ও এক সাংবাদিক। এরপর আইএফটিডিএ-র তরফে সমন জারি করা হয় সাজিদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেন সাজিদ। তবে মেনে নেন মহিলাদের প্রতি তাঁর কুরুচিকর ব্যবহারের কথা।

আইএফটিডিএ আজ সাজিদকে সাসপেন্ড করার বিষয়ে জানিয়েছে, তারা POSH অ্যাক্টে তদন্ত করেছে। সাজিদের বিরুদ্ধে ওঠা ক্ষমতার অপব্যবহার ও হেনস্থার অভিযোগকে গুরুতর উদাহরণ হিসেবে গণ্য করছে। জানা গিয়েছে, নিজের পক্ষে কোনো যুক্তি দিতে পারেননি সাজিদ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zVW9No

December 12, 2018 at 02:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top