ঢাকা, ২৩ ডিসেম্বর- শিরোপা জয়ী রংপুর বিভাগবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবলের অনূর্ধ্ব-১৭ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। রবিবার ফাইনালে তারা ২-১ গোলে হারিয়েছে রাজশাহী বিভাগকে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নির্ধারিত ৮০ মিনিটের প্রথমার্ধে গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় রংপুর। ৪৩ মিনিটে ডি-বক্সের ভেতরে ঢুকে জোরালো শটে গোল করেন আপন চন্দ্র রায়। ৫৭ মিনিটে সমতা নিয়ে আসে রাজশাহী। কর্নার থেকে মোহাম্মদ আহাদের হেড জড়িয়ে যায় জালে। নির্ধারিত সময়ে আর গোল না হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৮৫ মিনিটে হেড থেকে রংপুরের জয়সূচক গোলদাতা শামীম ইসলাম। তিন ম্যাচে চার গোল করে শামীমই চূড়ান্ত পর্বের সর্বোচ্চ গোলদাতা। দলের শিরোপা জয়ে অবদান রাখতে পেরে তিনি উচ্ছ্বসিত, ফাইনালে দলকে জয় এনে দিতে পেরে খুব ভালো লাগছে। এই প্রথম এত বড় আসরে খেললাম। ভবিষ্যতে জাতীয় দলে খেলতে চাই। চ্যাম্পিয়ন হয়ে রংপুরের কোচ শামীম খান মিসকিনও দারুণ খুশি। এএফসি সি লাইসেন্স পাওয়া এই কোচের কথা, চ্যাম্পিয়ন হওয়ার স্বাদই আলাদা। খুব ভালো লাগছে। এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করতে হবে। আর তা হলেই ফুটবলের সংকট দূর হবে। চ্যাম্পিয়ন হতে না পারলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট রাজশাহীর কোচ জহির ইকবাল, মাত্র ৭ দিন প্র্যাকটিস করে এই টুর্নামেন্টে অংশ নিয়েছি আমরা। ফাইনালে হেরে গেলেও আমাদের দল খারাপ খেলেনি। দলের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। এমএ/ ০৯:১০/ ২৩ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2EH74NW
December 24, 2018 at 03:10AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন