নয়াদিল্লি, ১৫ ডিসেম্বরঃ পাকস্থলীতে ৪ কোটি টাকার কোকেন পুরে পাচার করার চেষ্টায় ছিল এক জামাইকান মহিলা। তার আগেই পুলিশের হাতে গ্রেফতার হয় সে। দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই মহিলাকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, প্রথমে ওই মহিলার ব্যাগপত্র তল্লাশি চালানো হয়। সেখানে কিছু না পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক্সরে করেই পাকস্থলীতে ধরা পড়ে কোকেনের উপস্থিতি।
সূত্রের খবর, সান পাওলো থেকে ওই মহিলা ভারতে আসে। তার পাকস্থলীর মধ্যে কলম্বিয়ান কোকেন ভরতি মোট ৭৪টি ক্যাপসুল পাওয়া গিয়েছে। সেখানে মোট ৯০০ গ্রাম কোকেন রয়েছে। এই ধরনের কোকেনের দামই বাজারে সবচেয়ে বেশি বলে জানিয়েছেন নারকোটিকস কনট্রোল ব্যুরোর অফিসাররা। সূত্র মারফত জানা গিয়েছে, দিল্লি ও তার আশপাশের অঞ্চলে বড়দিন ও নববর্ষে যে সব পার্টি হবে, সেখানেই এই বিপুল পরিমাণ মাদক পৌঁছে দেওয়ার কথা ছিল ওই মহিলার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2EvHEnd
December 15, 2018 at 02:32PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন