মুম্বই, ২৩ ডিসেম্বরঃ বাঘিনী অবনীর মৃত্যুর পর থেকেই তার দুই শাবকের খোঁজে তল্লাশি চালাচ্ছিল মহারাষ্ট্র বন দফতর। অবশেষে শনিবার বিকেলে অবনীর একটি শাবক উদ্ধার করেছে বনকর্মীরা। মহারাষ্ট্রের আঞ্জি জঙ্গল থেকে ছানাটিকে খাঁচাবন্দি করতে সক্ষম হয় বন দফতর। শারীরিক পরীক্ষানিরীক্ষার পর তাকে পেঞ্চ ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পে পুনর্বাসনের জন্য পাঠানো হয়েছে।
বন সংরক্ষক এ.কে. মিশ্র জানান, ‘উদ্ধার হওয়া স্ত্রী শাবকটির ওজন প্রায় ৮০ কেজি। শাবকটিকে চারটি কুনকি হাতি দিয়ে ঘিরে ধরে ঘুমপাড়ানি গুলি ছুড়ে ধরা হয়। এরপর পুরুষ শাবকটির খোঁজ শুরু করবে বনকর্মীদের ওই বিশেষ দলটি।’ বন দফতর সূত্রের খবর, আপাতত সুস্থ রয়েছে খুদে বাঘিনীটি। তাকে তরল খাবার দেওয়া হয়েছে। চিকিৎসায় সাড়া দিয়েছে সে। সঠিক পর্যবেক্ষণের পর তাকে জঙ্গলেই ছেড়ে দেওয়া হবে। তবে, তার উপর কড়া নজর থাকবে বন দফতরের। মধ্যপ্রদেশের পেঞ্চ অভয়ারণ্যে খুদে বাঘিনীকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2T8lRoZ
December 23, 2018 at 06:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন