সামসী, ৯ ডিসেম্বরঃ জমি বিবাদের জেরে জখম তিন। রবিবার সকাল পৌঁনে দশটা নাগাদ মালদার হরিশচন্দ্রপুর ২ ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের মালিপাকর গ্রামের ঘটনা। তিন শতক জমি নিয়ে বিবাদের সূত্রপাত। ঘটনায় জখম হয়েছেন তিনজন। অভিযুক্ত সাতজনের নামে হরিশচন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, পাঁচ বছর আগে এই তিন শতক জমিটি ওই এলাকারই বাসিন্দা সিবারত আলির থেকে কিনে নেয় সাইদুর, রফিকুল ও সফিকুল। জমিতে বাড়ি বানিয়ে পরিবারের সঙ্গে থাকছিল তারা। সিবারত আলি পৈত্রিক সূত্রে এই জমিটি পায়। তবে সে জমি বিক্রি করে অন্যখানে থাকতে শুরু করে।
ওই জমির পাশেই থাকেন সিবারত এর দুই ভাই লতিফ ও আজিজুর। গত পাঁচ মাস আগে এই জমি নিজেদের বলে দাবি করতে থাকে তারা। অন্যদিকে সাইদুর, সফিকুল ও রফিকুল দাবি করে তারা সিবারতের থেকে জমিটি কিনেছে এবং তাদের কাছে জমির দলিলও আছে। এরপর উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে মামলা করে।
এদিন সাইদুরের স্ত্রী ও রফিকুলের মা সকালে ঘরের কাজ করছিলেন। সকাল পৌঁনে দশটা নাগাদ লতিফ ও তার ভাই আজিজুর ধারালো অস্ত্র দিয়ে তাঁদের মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই জ্ঞান হারায় তারা। সইদুর এসে তাদের প্রতিরোধ করার চেষ্টা করলেও আহত হয় সে। খবর পেয়ে গ্রামবাসীরা এসে ওই তিনজনকে উদ্ধার করে মশালদহ হাসপাতালে ভরতি করে। তাদের তিনজনকেই রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জীব বিশ্বাস বলেন, অভিযুক্তরা পলাতক। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সংবাদদাতাঃ মুরতুজ আলম
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zLvZN6
December 09, 2018 at 06:39PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন