প্যারিস, ২ ডিসেম্বরঃ প্যারিসে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব জনতা। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে আহত প্রায় ১০০। বিক্ষোভ জমায়েত থেকে কমপক্ষে ২৮৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জ্বালানির মূল্যবৃদ্ধি ও দূষণ সৃষ্টিকারী যানবাহনগুলির উপর কর বসানোর প্রতিবাদে প্যারিসে চলছে ‘গিল্টস জুন’ বা ‘ইয়ালো ভেস্ট’ আন্দোলন। শনিবার এই বিক্ষোভ তৃতীয় সপ্তাহে পা দিয়েছে। গতকাল এই বিক্ষোভ জমায়েতে দেশের প্রায় ৩৬,৫০০ মানুষ অংশগ্রহণ করে। এপ্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্টনার টুইটে জানিয়েছেন, ২০০ জন শান্তিপূর্ণ প্রতিবাদকারীর একটি দলকে ঘিরে ফেলেছিল ১৫০০ ‘বিশৃঙ্খলা সৃষ্টিকারী’ এবং চ্যাম্পস এলিসির কাছে তারা মারামারি করতে এসেছিল। ফরাসি পুলিশের তরফ থেকে একটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ করা হয়েছে। যাতে দেখা গিয়েছে, পুলিশের গাড়ি আটকে তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং এর সঙ্গেই সঙ্গেই গাড়ির জানালার কাচ ভাঙচুর করছে। অবশেষে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ে।
অন্যদিকে, এই বিক্ষোভের পিছনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরঁ ও তাঁর সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের আঁচ রয়েছে বলে মনে করা হচ্ছে। এই বিক্ষোভ প্রসঙ্গে ইম্যানুয়েল বলেন, ‘এই শান্তিপূর্ণ বিক্ষোভের সঙ্গে কিছুই করার নেই। দোষীদের চিহ্নিত করে আদালতে তোলা হবে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PbK37n
December 02, 2018 at 10:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন