ময়নাগুড়ি সানরাইজ ক্লাবের চতুর্থ ওপেন দাবা প্রতিযোগিতা শুরু

ময়নাগুড়ি, ২২ ডিসেম্বরঃ ময়নাগুড়ি সানরাইজ ক্লাবের চতুর্থ ওপেন দাবা প্রতিযোগিতা শুরু হল শনিবার। দু’দিন ধরে চলবে এই প্রতিযোগিতা। বাংলাদেশ, নেপাল, ভুটান, অসম, সিকিম, কলকাতা ও উত্তরবঙ্গের মোট ১৫০ জন এই প্রতিযোগিতায় অংশ নেন।

এদিন এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ময়নাগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী। সেখানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা দাবা সংস্থার সাধারণ সম্পাদক শচিদানন্দ ভট্টাচার্য ও যুগ্ম সহ সভাপতি আনন্দ রাই ও অখিল মণ্ডল। রবিবার এই প্রতিযোগিতায় উপস্থিত থাকবেন রাজ্য দাবা সংস্থার সম্পাদক তথা দাবাড়ু অতনু লাহিড়ী।

সানরাইজ ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন চৌধুরী ও ঝুলন সান্যাল এবং ক্রীড়া সম্পাদক প্রদীপ বণিক জানিয়েছেন, ফ্রি দাবা কোচিং সেন্টার খোলার চিন্তা ভাবনা চলছে।

সংবাদদাতাঃ বাণীব্রত চক্রবর্তী



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2A9Yuo4

December 22, 2018 at 05:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top