ময়নাগুড়ি, ২২ ডিসেম্বরঃ ময়নাগুড়ি সানরাইজ ক্লাবের চতুর্থ ওপেন দাবা প্রতিযোগিতা শুরু হল শনিবার। দু’দিন ধরে চলবে এই প্রতিযোগিতা। বাংলাদেশ, নেপাল, ভুটান, অসম, সিকিম, কলকাতা ও উত্তরবঙ্গের মোট ১৫০ জন এই প্রতিযোগিতায় অংশ নেন।
এদিন এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ময়নাগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী। সেখানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা দাবা সংস্থার সাধারণ সম্পাদক শচিদানন্দ ভট্টাচার্য ও যুগ্ম সহ সভাপতি আনন্দ রাই ও অখিল মণ্ডল। রবিবার এই প্রতিযোগিতায় উপস্থিত থাকবেন রাজ্য দাবা সংস্থার সম্পাদক তথা দাবাড়ু অতনু লাহিড়ী।
সানরাইজ ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন চৌধুরী ও ঝুলন সান্যাল এবং ক্রীড়া সম্পাদক প্রদীপ বণিক জানিয়েছেন, ফ্রি দাবা কোচিং সেন্টার খোলার চিন্তা ভাবনা চলছে।
সংবাদদাতাঃ বাণীব্রত চক্রবর্তী
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2A9Yuo4
December 22, 2018 at 05:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন