চ্যাংরাবান্ধায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ

চ্যাংরাবান্ধা, ৬ ডিসেম্বরঃ ধূলোর ঝড়ে অতিষ্ঠ চ্যাংরাবান্ধা সীমান্ত এলাকার মানুষ। ধূলো নিয়ন্ত্রণের দাবি জানিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখালেন স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, সার্ক রোডের উপর দিয়ে গাড়িগুলি যাতায়াতের সময় প্রচন্ড গতিতে ধূলো উড়িয়ে চলে যাচ্ছে। এতে প্রায়শই রাস্তার পাশের বাড়িঘরগুলিতেও ধূলো ঢুকে পড়ছে। যার জেরে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। এদিন প্রতিবাদস্বরূপ স্থানীয়রা রাস্তার উপর বেঞ্চ দিয়ে ট্রাক যাতায়াতের পথ আটকে দিয়েছিলেন। পরে ট্রাক মালিক সংগঠনের প্রতিনিধিরা গিয়ে অবরোধকারীদের সাথে কথা বললে তাঁরা অবরোধ তুলে নেন। চ্যাংরাবান্ধা ট্রাক মালিক সমিতির সভাপতি লক্ষ্মীকান্ত সরকার জানিয়েছেন, ট্রাক চালাতে গিয়ে এলাকার মানুষের যাতে কোনও সমস্যা না হয় সেটা তারা সবসময়ই খেয়াল রাখেন।

সংবাদদাতাঃ গৌতম সরকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2RBAKjh

December 06, 2018 at 03:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top