সিলেট ২ আসনে লুনা’র হাতে ধানের শীষ

IMG_20181210_150553দ্যা গ্লোবালনিউজ ২৪ :: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলাম সোমবার সকাল ১০টা থেকে প্রতীক বরাদ্দ শুরু করেন।

প্রতীক নিয়ে আজ থেকেই প্রার্থীরা প্রচারণার কাজ শুরু করবেন। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার কাজ শুরু করতে হবে। আর এই প্রচারণার কাজ বন্ধ করতে হবে ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে।

সিলেট ২ আসনে প্রতীক বরাদ্দ পেলেন খেলাফত মজলিস’র মুহাম্মদ মুনতাছির আলী (দেওয়াল ঘড়ি), গণ ফোরাম’র মোকাব্বির খান (উদীয়মান সূর্য), বিএনপি’র মোছা. তাহসিনা রুশদীর (লুনা) (ধানের শীষ), ইসলামী আন্দোলন’র মো. আমির উদ্দিন (হাতপাখা), জাতীয় পার্টি মো. ইয়াহ্ইয়া চৌধুরী (লাঙ্গল), , ন্যশনাল পিপলস পার্টির মো. মনোয়ার হোসাইন (আম), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট মো. মোশাহিদ খান (টেলিভিশন)।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2rt4bbF

December 10, 2018 at 03:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top