৭ ফেব্রুয়ারি ব্রিগেডে মোদির জনসভার প্রস্তুতি বিজেপিতে

কলকাতা ও নয়াদিল্লি, ২০ ডিসেম্বরঃ পশ্চিমবঙ্গে বিজেপির রথযাত্রার ভবিষ্যৎ কী হবে তা ঠিক হবে আজই কিন্তু হাইকোর্টে যদি ইতিবাচক রায় নাও মেলে তার জন্য অন্য কর্মসূচিতে কোনও পরিবর্তন করতে চাইছে না বিজেপি। লোকসভা ভোটের প্রচারের জন্য ৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে ব্রিগেডে জনসভা করানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বুধবার দিল্লি থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জনসভার জন্য চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য নেতাদের। কলকাতা হাইকোর্ট যদি রথযাত্রা করার অনুমতি দিয়েও দেয়, সেক্ষেত্রে সুপ্রিমকোর্টে যেতে পারে রাজ্য।  সেক্ষেত্রে রথযাত্রা আরও পিছিয়ে যেতে পারে। তাই ৪২টি লোকসভা কেন্দ্রে ঘোরার জন্য তিনটির পরিবর্তে পাঁচটি রথ বের করার পরিকল্পনা করছে রাজ্য বিজেপি। বিজেপি সূত্রে খবর, দিল্লির অশোকা ভবনে রথযাত্রা নিয়ে দফায় দফায় বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয় ও অরবিন্দ মেননসহ একঝাঁক কেন্দ্রীয় নেতা ও সংগঠক। সেখানে সিদ্ধান্ত হয় রাজ্য সরকার হাইকোর্ট বা সুপ্রিমকোর্ট যেখানে যাক না কেন আদালতের নির্দেশ আসার পরই রথযাত্রা শুরু করা হবে। জানুয়ারি থেকে শুরু করে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে রথযাত্রা সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন খোদ অমিত শাহ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2GtAHon

December 20, 2018 at 12:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top