রায়গঞ্জে তিনটি অঙ্গনওয়াড়ি সেন্টারের উদবোধন

রায়গঞ্জ, ১৫ ডিসেম্বরঃ রায়গঞ্জ ব্লকের ১২ নম্বর বরুয়া অঞ্চলের গোয়ালপাড়া, শিয়াগ্রাম ও কানাইপুরে তিনটি নতুন অঙ্গনওয়াড়ি সেন্টারের উদবোধন হল আজ। এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান ধনেশ্বর বর্মন জানান, এই অঞ্চলে মোট ৫৪ টি অঙ্গনওয়াড়ি সেন্টারের মধ্যে ১১ টি সেন্টারের নিজস্ব ভবন রয়েছে। দুটি সেন্টারের কাজ চলছে। বাকি সেন্টারগুলির কাজ শুরু করা হবে। নিজস্ব ভবন পাওয়ায় খুশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়ুয়াদের পাশাপাশি কর্মীরাও।

অন্যদিকে, দুস্থ মানুষদের মধ্যে গ্যাস বিতরণকে কেন্দ্র করে গ্রামীণ মেলা ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হল রায়গঞ্জ ব্লকের ৪ নম্বর বিন্দোল অঞ্চলের মোহিনীগঞ্জ এলাকায়। জানা গিয়েছে, এদিন গ্রামের সাধারণ মহিলাদের মধ্যে গ্যাসের ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর একটি শিবিরের আয়োজন করা হয়। কিভাবে মহিলারা বাড়িতে গ্যাসের উনুন জ্বালাবে এবং কি কি বিধি নিষেধ মেনে চলতে হবে সে বিষয়ে আলোকপাত করেন উদ্যোক্তারা।

সংবাদদাতাঃ দীপঙ্কর মিত্র



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2SaezAM

December 15, 2018 at 09:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top