বেঙ্গালুরু, ৫ ডিসেম্বর ঃ বেঙ্গালুরু থেকে ৪৪০ কিলোমিটার দূরে হুবলির মোরাব গ্রামের প্রায় ১০০০ বাসিন্দার জলের চাহিদা মেটায় ৩২ একরের ধারওয়াড় লেক। ওই জলাশয়ের জল যেমন চাষের কজে ব্যবহার হয তেমনই তা পানীয জল হিসেবে ব্যবহার করে গ্রামবাসীরা। ওই জলাশয়ে এক এইচআইভি আক্রান্ত মহিলার মৃতদেহ পাওয়ার পর গ্রামবাসীরা দাবি করেন, ওই জলে এইচআইভি ভাইরাসের সংক্রমণ হয়েছে। স্থানীয প্রশাসনের তরফে গ্রামবাসীদের বোঝানোর সব চেষ্টাই ব্যর্থ হয়। এইচআইভি সংক্রমণ হয যৌন সংসর্গ বা রক্তের মাধ্যমে। জল বা বাতাসে তার সংক্রমণ হয় না। এই বৈজ্ঞানিক সত্য মানতে চাননি গ্রামবাসীরা।এইডসের জীবাণু দেহের বাইরে আট ঘণ্টার বেশি বেঁচে থাকে না। জলে তো নয়ই। আর এই ভাবে এডস সংক্রমণ ছড়ায় না। প্রশাসনের তরফে জল পরীক্ষা করে দেখানো হলেও গ্রামবাসীরা নিজেদের দাবিতে অনড় থাকেন। শেষ পর্যন্ত ওই জলাশয়ে জল শুকিযে ফেলার কাজ শুরু করেছে প্রশাসন। জল তুলে লেক শুকনো করার পরে সাফাইয়ের কাজ চলবে। তার পর হবে মালাপ্রভা ক্যানাল থেকে জল এনে ফের ভরা হবে মোরাব লেক। পুরো লেক জলে ভর্তি করতে ২০ ডিসেম্বর পেরিয়ে যাবে বলে প্রশাসনিক সূত্রের খবর।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2FZGVMJ
December 06, 2018 at 12:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন