ওয়াশিংটন, ৫ ডিসেম্বরঃ ইউটিউব থেকে আয় করেই বিশ্বর সেরা ধনীদের তালিকায় স্থান করে নিয়েছে সাত বছরের খুদে বালক রায়ান। ২০১৮ সালে বিশ্বের ‘হাইয়েস্ট পেইড’ ইউটিউব তারকার খেতাব অর্জন করেছে এই খুদে। তার চ্যানেলটির নাম ‘রায়ান টয়স রিভিউ’। আমেরিকার বিজনেস ম্যাগাজিন ‘ফোর্বস’ সম্প্রতি ‘হাইয়েস্ট পেইড’ ইউটিউব তারকার তালিকা প্রকাশ করেছে। ফোর্বস জানাচ্ছে, রায়ান তার ইউটিউব চ্যানেল থেকে চলতি বছরে আয় করেছে ২২ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা ১৫৪.৮৪ কোটি।
প্রসঙ্গত, রায়ানের বাবা-মা ২০১৫ সালে ইউটিউব চ্যানেলটি তৈরি করেছিলেন। তারপর থেকে চ্যানেলটির ভিডিওগুলো এখনও পর্যন্ত ২ হাজার ৬০০ কোটি বার দেখা হয়েছে। ১ কোটি ৭৩ লাখ সাবস্ক্রাইবার রয়েছে তার। ফোর্বস-এর ধারনা, আগামী বছর জুন মাসের মধ্যেই এই শিশুটির চ্যানেল টপকে যেতে পারে এখনকার ইউটিউবের সেরা তারকা জ্যাক পলকে। তবে ফোর্বস-এর তালিকায় রায়ানই এখনও পর্যন্ত সর্বকনিষ্ঠ ধনীতম ইউটিউব তারকা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PjZIlh
December 05, 2018 at 04:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন