ভোপাল, ১৪ ডিসেম্বরঃ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে কমলনাথের নাম ঘোষণা করল কংগ্রেস হাইকম্যান্ড। জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে নির্বাচিত কংগ্রেস প্রার্থীদের বৈঠকে কমলনাথকে দলনেতা নির্বাচিত করা হয়। শুক্রবার রাজ্যপাল আনন্দিবেন প্যাটেলের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি পেশ করেন কমলনাথ।
সূত্রের খবর, আগামী ১৭ ডিসেম্বর বেলা দেড়টা নাগাদ ভোপালের লাল প্যারেড গ্রাউন্ডে শপথ নেবেন কমলনাথ। অনুষ্ঠানে হাজির থাকবেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী এবং সপা নেতা অখিলেশ যাদব।
উল্লেখ্য, ২৩০ বিধানসভা আসনের মধ্যে ১১৪টি আসন পেয়েছে কংগ্রেস। তবে সপা’র ১টি আসন, বিএসপি’র ২টি আসন এবং ৪টি নির্দলের আসন যুক্ত হওয়ায় ম্যাজিক ফিগার ১১৬ পেরিয়ে যায় কংগ্রেস।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2UDRHeK
December 14, 2018 at 07:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন