বিশ্বনাথে নিহত গোলাম রব্বানীর পরিবারের পাশে এম আছকির আলী

48356840_267760197226406_2463645403363409920_nবিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: বিশ্বনাথে নিহত জামায়াত নেতা গোলাম রাব্বানীর পরিবারের খোজ খবর নিতে শনিবার বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে ছুটে যান কেন্দ্রীয় সেচ্ছাসেবক যুগ্ন সম্পাদক সাবেক ছাত্রনেতা নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর ছোট ভাই এম আসকির আলী। এসময় তিনি গোলাম রব্বানীর পিতা নিজাম উদ্দিনের পাশে কিছু সময় কাটান এবং তাদের পরিবারের খোজ খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউপির সভাপতি এটিএম নুর উদ্দিন, সাধারন সম্পদক আলতাব মিয়া, সহ সম্পাদক ফয়জুর রহমান, চুনু মিয়া, বিএনপি নেতা সিরাজ মিয়া, বাদশা মিয়া, জামায়াত নেতা সাজু মিয়া, যুবদল নেতা মাসুক মিয়া, সোহেল মিয়া, বাবুল মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য জিল্লুর রহমান জিলু, ছাত্রদল নেতা হাজী শেখ আব্দুস শহীদ আলেক্স, খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রদল নেতা নজরুল ইসলাম, ইসলাম উদ্দিন, তারেক মিয়া, ইকবাল উদ্দিন প্রমুখ।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2CfwXmE

December 15, 2018 at 07:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top