আজ (১৫ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ ম্ক্তুদিবস পালন করেছে মুক্তিযোদ্ধা। দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি কলেজ মোড়স্থ মুজিব চত্বরে গিয়ে শেষ। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা রুহুল আমীন, তরিকুল ইসলাম টুকু, সিরাজুল ইসলাম, আব্দুর রহমান, ইব্রাহিম, এ্যাড. আব্দুস সামাদ।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ শহরের উপকণ্ঠের রেহায়চর এলাকায় পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোশরদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়। ওই যুদ্ধে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দানকারী ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর শাহাদাত বরণ করেন। এরপর আর কোন যুদ্ধ হয়নি চাঁপাইনবাবগঞ্জে। তবে চাঁপাইনবাবগঞ্জ কলেজ মাঠে ১৫ ডিসেম্বর সকালে মুক্তিসমাবেশ অনুষ্ঠিত হয়। মুক্ত হয় চাঁপাইনবাবগঞ্জ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-১২-১৮
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ শহরের উপকণ্ঠের রেহায়চর এলাকায় পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোশরদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়। ওই যুদ্ধে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দানকারী ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর শাহাদাত বরণ করেন। এরপর আর কোন যুদ্ধ হয়নি চাঁপাইনবাবগঞ্জে। তবে চাঁপাইনবাবগঞ্জ কলেজ মাঠে ১৫ ডিসেম্বর সকালে মুক্তিসমাবেশ অনুষ্ঠিত হয়। মুক্ত হয় চাঁপাইনবাবগঞ্জ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-১২-১৮
from Chapainawabganjnews https://ift.tt/2QTcvjq
December 15, 2018 at 06:01PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন