প্রয়াত হলেন স্বাধীনতা সংগ্রামী সুধাংশু বিশ্বাস

কলকাতা, ৭ ডিসেম্বরঃ প্রয়াত হলেন স্বাধীনতা সংগ্রামী তথা পদ্মশ্রী সুধাংশু বিশ্বাস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯। গত বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুধাংশুবাবু। তাঁকে ঠাকুরপুকুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার দুপুরে মৃত্যু হয় তাঁর।

সুধাংশুবাবু দেশের স্বার্থে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন আবার অপরদিকে সুন্দরবনে অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রম খুলে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। ১৯৭৩ সালে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের দুর্গাপুরে শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম প্রতিষ্ঠা করেন তিনি। সেখানেই কয়েকজন শিশুকে নিয়ে অনাথ আশ্রম শুরু করেন। পরে খোলেন বৃদ্ধাশ্রম। দেশের স্বার্থে লড়াই ও সমাজসেবার জন্য তাঁকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2L36Phg

December 07, 2018 at 12:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top