দেশজুড়ে একক ড্রাইভিং লাইসেন্স তৈরির পরিকল্পনা

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বরঃ দেশজুড়ে একক ড্রাইভিং লাইসেন্স ব্যবস্থা শুরু করার জন্য শীঘ্রই নির্দেশিকা জারি করবে কেন্দ্র। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রকের এক পদস্থ কর্তা। তিনি জানান, ‘গোটা দেশে ড্রাইভিং লাইসেন্সের একই ফরম্যাট করতে চলেছে কেন্দ্র।’ এছাড়াও যাঁদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তাঁদের নিখরচায় নতুন লাইসেন্স দেওয়া হবে। একক ড্রাইভিং লাইসেন্স ইশ্যু করা নিয়ে এ বছরের অক্টোবরে একটি খসড়া নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং হাইওয়ে মন্ত্রক। কেন্দ্রের এই প্রস্তাবে কোনও আপত্তি থাকলে তা ৩০ নভেম্বরের মধ্যে জানাতে বলা হয়েছিল। নির্দেশিকা অনুযায়ী, ২০১৯ সালের জুলাই মাস থেকে নতুন ড্রাইভিং লাইসেন্স বৈধ করা হবে বলেও জানা গিয়েছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2A6rQ6x

December 19, 2018 at 12:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top