পারথ, ১৮ ডিসেম্বরঃ পারথে ভারতের জেতার চান্স যে প্রায় নেই, তা সোমবারই পরিষ্কার হয়ে গিয়েছিল। কিন্তু সকলেরই চোখ ছিল ভারত কতটা লড়াই করে তার দিকে। কিন্তু, যেন চিত্রনাট্য মেনেই হারল ভারত। ১১৯ রানে হনুমা বিহারীর ফেরার অপেক্ষা। ১৯ রানে বাকি চার উইকেটের পতন। ১৪০ রানেই শেষ ভারতের ইনিংস। হার ১৪৬ রানের। প্যাট কামিন্সের পেস আর নাথান লায়োনের স্পিনের সামনে দাঁড়াতেই পারল না লোয়ার অর্ডার। দ্বিতীয় টেস্টেই সমতা ফেকাল ভারত।
১১২ রানে চতুর্থ দিন শেষ করলেও আরও ১৭৫ রানের লক্ষ্যমাত্রা ও হাতে পাঁচ উইকেট নিয়ে ব্যাট করতে নামে ভারত। ম্যাচ জয়ের জন্য নজর ছিল হনুমা বিহারী ও ঋষভ পন্থের উপর। কিন্তু পঞ্চম দিনের শুরুতে ব্যাট করতে নেমে তাঁরা বেশিক্ষণ টিকতে পারেননি। হনুমা বিহারী করেন ২৮ রান। ঋষভ পন্থ করেন ৩০। ১৩৭ রানে সপ্তম উইকেট পড়ে ভারতের। পরের ৩ উইকেট পড়ে ৩ রানে। ১৪০ রানে শেষ হয়ে যায় কোহলিদের ইনিংস।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2STMtdm
December 18, 2018 at 12:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন