সিলেট, ১৪ ডিসেম্বর- ৩ ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে আগে বোলিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শিশির ফ্যাক্টর মাথায় রেখে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দাপুটে জয় তুলে নেয় টাইগাররা। তবে মিরপুরে পরের ম্যাচেই ধরা খায় তারা। ফলে অঘোষিত ফাইনালে পরিণত হয় তৃতীয় ওয়ানডে। সিরিজ নির্ধারণী সেই লড়াইয়ে বাংলাদেশ একাদশে আনা হয়েছে দুই পরিবর্তন। গেল দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতার খেসারত গুনে ছিটকে গেছেন ইমরুল কায়েস। তার জায়গায় ঢুকেছেন ইনফর্ম মোহাম্মদ মিঠুন। উভয় ম্যাচেই খরুচে বোলিং করেছেন রুবেল হোসেন। সঙ্গত কারণে তিনিও বাদ পড়েছেন। তার স্থানে অন্তর্ভুক্ত হয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আবহাওয়া ও উইকেট বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে একাদশে এক পরিবর্তন এনেছে ক্যারিবীয়রা। ইনজুরির কারণে বাইরে চলে গেছেন গতির ঝড় তোলা ওশান টমাস। তার পরিবর্তে খেলছেন স্পিনিং অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেন। এ ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। দেশের মাঠে সম্ভবত এটিই মাশরাফির শেষ ম্যাচ। ফাইনালি লড়াইয়ে জিতে ক্যাপ্টেনকে শিরোপা উপহার দিতে চান সাকিব-মুশফিকরা। বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান। ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ, চন্দ্রপল হেমরাজ, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ, কিমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ ও ফ্যাবিয়ান অ্যালেন। সূত্র: যুগান্তর এমএ/ ১১:২২/ ১৪ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2UCUqVX
December 14, 2018 at 06:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top