চাঁপাইনবাবগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে আসনভিত্তিক সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে উপকরণ বুঝে নেন প্রিজাইডিং কর্মকর্তারা। পরে তারা নিজস্বা যানবাহনে কেন্দ্রে চলে যান।
দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চত্বরে প্রিজাইডিং অফিসারের হাতে নির্বাচনী উপকরণ তুলে দেন সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন অফিসার কায়ছার মোহাম্মদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট খাদিজা জেগম, তাহমিনা আফরোজ ভূঁইয়াসহ সংশ্লিষ্টরা।
চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসনে মোট ১১ লক্ষ ৭৫ হাজার ৭’শ ৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে সদর আসনে ভোটার ৩ লক্ষ ৮২ হাজার ৫’শ ৮০জন। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মোট ভোটার ৪ লক্ষ ১৬ হাজার ১’শ ৩২ জন। চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে মোট ভোটার ৩ লক্ষ ৭৭ হাজার ৯১জন। গোমস্তাপুরে মোট ভোটার ১ লক্ষ ৯৬ হাজার ২’শ ৯৮ জন। ভোলাহাটে মোট ভোটার ৭৪ হাজার ১’শ ৯৬ জন এবং নাচোলে মোট ভোটার ভোটার ১ লক্ষ ৬ হাজার ৫’শ ৫৭ জন।
জেলার ভোটার ও সাধারণ মানুষের নিরাপত্তার সকল ব্যবস্থা নেয়া হয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, চাঁপাইনবাবঞ্জের ৩টি সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪’শ ৬৭টি। এর মধ্যে সদর আসনে ১’শ ৫০টি, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ১’শ ৫৮টি এবং চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে ১’শ ৫৯টি। তবে একটি সুত্রে জানা গেছে, জেলায় অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা প্রায় শতাধিক। জেলায় ৪’শ ৬৭ জন প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে ভোট গ্রহণ করবেন ২ হাজার ৩’শ ৩৪জন সহকারী প্রিজাইডিং অফিসার।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের বিস্তীর্ণ চরাঞ্চলের কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা নেয়া হয়েছে। ওইসব কেন্দ্রে যাতে কোনরকম গোলযোগ না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে এবার ৪৬৭ টি কেন্দ্রে ভোটগ্রহন করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-১২-১৮
দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চত্বরে প্রিজাইডিং অফিসারের হাতে নির্বাচনী উপকরণ তুলে দেন সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন অফিসার কায়ছার মোহাম্মদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট খাদিজা জেগম, তাহমিনা আফরোজ ভূঁইয়াসহ সংশ্লিষ্টরা।
চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসনে মোট ১১ লক্ষ ৭৫ হাজার ৭’শ ৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে সদর আসনে ভোটার ৩ লক্ষ ৮২ হাজার ৫’শ ৮০জন। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মোট ভোটার ৪ লক্ষ ১৬ হাজার ১’শ ৩২ জন। চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে মোট ভোটার ৩ লক্ষ ৭৭ হাজার ৯১জন। গোমস্তাপুরে মোট ভোটার ১ লক্ষ ৯৬ হাজার ২’শ ৯৮ জন। ভোলাহাটে মোট ভোটার ৭৪ হাজার ১’শ ৯৬ জন এবং নাচোলে মোট ভোটার ভোটার ১ লক্ষ ৬ হাজার ৫’শ ৫৭ জন।
জেলার ভোটার ও সাধারণ মানুষের নিরাপত্তার সকল ব্যবস্থা নেয়া হয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, চাঁপাইনবাবঞ্জের ৩টি সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪’শ ৬৭টি। এর মধ্যে সদর আসনে ১’শ ৫০টি, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ১’শ ৫৮টি এবং চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে ১’শ ৫৯টি। তবে একটি সুত্রে জানা গেছে, জেলায় অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা প্রায় শতাধিক। জেলায় ৪’শ ৬৭ জন প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে ভোট গ্রহণ করবেন ২ হাজার ৩’শ ৩৪জন সহকারী প্রিজাইডিং অফিসার।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের বিস্তীর্ণ চরাঞ্চলের কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা নেয়া হয়েছে। ওইসব কেন্দ্রে যাতে কোনরকম গোলযোগ না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে এবার ৪৬৭ টি কেন্দ্রে ভোটগ্রহন করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-১২-১৮
from Chapainawabganjnews http://bit.ly/2ES8FRW
December 29, 2018 at 05:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন