রাঙ্গালিবাজনা, ১৭ ডিসেম্বরঃ মাদারিহাট বীরপাড়া ব্লকের শিশুবাড়ি হাইস্কুলের মাঠে সোমবার থেকে শুরু হল ব্লক মাটি, কৃষি, উদ্যান পালন, মৎস, কৃষি বিপণন, সমবায় ও প্রাণী সম্পদ মেলা ২০১৮। এদিন মেলার উদ্বোধন করেন মাদারিহাট বীরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি রোহিত বিশ্বকর্মা। সেখানে উপস্থিত ছিলেন মাদারিহাটের জয়েন্ট বিডিও অভিজিৎ রায়, জেলা কৃষি অধিকর্তা ধীরেশ চন্দ্র রায়, ব্লক সহ কৃষি অধিকর্তা দ্বীপেন দাহাল, জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ বিভাগের কর্মাধ্যক্ষ জসিন্তা লাকড়া, রাঙ্গালিবাজনা গ্রামপঞ্চায়েতের প্রধান রীনা শৈব প্রমুখ।
মাদারিহাটের সহ কৃষি অধিকর্তা দ্বীপেন দাহাল বলেন, ‘১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর শিশুবাড়ি হাইস্কুলের মাঠে কৃষি মেলা চলবে। তিনদিন ব্যাপী এই মেলায় কৃষকদের উৎপাদিত নানা পণ্যের প্রদর্শনী, বিশেষজ্ঞদের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সেরা কৃষকদের পুরস্কৃত করা হবে। এখনও পর্যন্ত অনেক কৃষক কিষাণ ক্রেডিট কার্ড তৈরি করেননি। মেলায় ক্যাম্প খুলে তাদের কার্ড তৈরি করিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’
সংবাদদাতাঃ মোস্তাক মোরশেদ হোসেন
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2CiFMMw
December 17, 2018 at 06:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন