ফিরল ১৪ বছর আগের স্মৃতি, ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃত ৪৩

জাভা, ২৩ ডিসেম্বরঃ ঠিক ১৪ বছর আগে ডিসেম্বর মাসেই সুনামিতে তছনছ হয়ে গিয়েছিল ইন্দোনেশিয়া সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল। শনিবার রাতে সেই স্মৃতি আবারও ফিরে এল ইন্দোনেশিয়ায়। ফের সুনামি আছড়ে পড়ল এই দ্বীপরাষ্ট্রে। এখনও পর্যন্ত সুনামিতে মৃত্যু হয়েছে ৪৩ জনের। আহত হয়েছেন প্রায় ৬০০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। ইন্দোনেশিয়ার স্থানীয় সময়  শনিবার রাত সাড়ে নটা নাগাদ আছড়ে পড়ে সুনামি। প্রবল ঢেউয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ সুমাত্রা এবং ইন্দোনেশিয়ার রাজধানী জাভার পশ্চিম প্রান্তের অংশ। ভেঙে গিয়েছে রাস্তাঘাট। ধূলিসাৎ হয়েছে অসংখ্য বহুতল। সুন্দা এবং সুমাত্রার মাঝে থাকা একটি ছোট্ট দ্বীপের আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের কারণে জলের তলায় আলোড়ন তৈরি হয়। আর তার জেরেই আছড়ে পড়ে সুনামি। তবে ঠিক কারণে এই সুনামি হয়েছে তার খোঁজে গবেষণা শুরু করেছেন ইন্দোনেশিয়ার জিওলজিক্যাল সার্ভের গবেষকরা।

গত সেপ্টেম্বর মাসেও ভূমিকম্প ও সুনামির সম্মুখীন হয়েছিল ইন্দোনেশিয়ার পালু শহর ও সুলাওয়েসি দ্বীপ৷ সেবারও মৃত্যু হয়েছিল কয়েক হাজার মানুষের৷ ইন্দোনেশিয়ার উপরে বারবার প্রাকৃতিক বিপর্যয় আছড়ে পড়ার কারণ হল, সেদেশের অবস্থান৷  প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’-এ থাকা এই দেশে রয়েছে অসংখ্য আগ্নেয়গিরি। মাঝে মাঝে জেগে ওঠে সেগুলি। আর তার জেরেই প্রাকৃতিক বিপর্যয় আছড়ে পড়ে ইন্দোনেশিয়ার বুকে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2AbvTyK

December 23, 2018 at 10:51AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top