এইচআইভি-র কারণে বরখাস্ত, আদালতের নির্দেশে চাকরি ফিরে পেলেন যুবতি

পুনে, ৪ ডিসেম্বরঃ এইচআইভি পজিটিভ ধরা পড়ায় কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল পুনের এক যুবতিকে। ৩ বছর পর লেবার কোর্টের নির্দেশে চাকরি ফিরে পেলেন তিনি। সোমবার আদালত ওই কোম্পানিকে নির্দেশ দেয়, যুবতিকে তাঁর প্রাপ্ত বেতনসহ কাজে ফিরিয়ে নিতে হবে।

২০১৫ সালে শারীরিক অসুস্থতার জন্য যুবতি দু’মাসের ছুটি নেন। তারপর কম্পানি এলে তাঁকে চিকিৎসার কাগজপত্র জমা দিতে বলা হয়। যুবতি বলেন, ‘আমাকে চিকিৎসার কাগজপত্র জমা দিতে বলা হয়। যখন আমি জমা দিই, তখন আমাকে এইচআইভি পজিটিভ সম্পর্কে জিজ্ঞেস করা হয়। আমি জানাই, এই ভাইরাস স্বামীর কাছ থেকে আমার শরীরে এসেছে। ৩০ মিনিটের মধ্যেই তারা আমাকে চাকরি ছাড়তে বাধ্য করে। আমি ৫ বছর ধরে ওই কোম্পানিতে ট্রেনি অপারেটর হিসেবে কাজ করছিলাম।’

যুবতি জানান, তাঁকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছিল। অথচ কম্পানি কাগজে দেখায়, অনুপস্থিতির কারণে তিনি নিজেই চাকরি ছেড়েছেন। এই বিষয়ে যুবতির আইনজীবী বিশাল যাদব বলেন, ‘কোম্পানির দাবি ছিল যুবতি নিজেই চাকরি ছাড়েন। আদালত খতিয়ে দেখেছে এইচআইভি পজিটিভ কোনও কর্মীকেই এভাবে বরখাস্ত করা যায় না।’ যুবতির স্বামীর থেকে এই ভাইরাস তাঁর শরীরে আসে। এই রোগেই তাঁর স্বামীর মৃত্যু হয়। এজন্য তাঁকে শ্বশুরবাড়ি থেকেও বের করে দেওয়া হয় বলে জানা গিয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DYj79m

December 04, 2018 at 11:45AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top