ব্রিটেনেই রয়েছে নীরব মোদি, জানাল সে দেশের সরকার

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বরঃ ব্রিটেনে রয়েছেন নীরব মোদি। ভারতকে একথা জানাল খোদ ব্রিটেন সরকার। রাজ্যসভায় একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভিকে সিংহ বলেন, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো অফ ম্যাঞ্চেস্টার ভারতীয় গোয়েন্দা দফতরকে জানিয়েছে, তাঁরা তদন্ত করে গ্রেট ব্রিটেনে নীরব মোদির বর্তমান বাসস্থানটিও শনাক্ত করতে পেরেছেন।

তিনি আরও বলেন, ‘২০১৮ সালে অগাস্ট মাসে গ্রেট ব্রিটেনের সরকারের উদ্দেশে ভারত সরকার ইডি এবং সিবিআইয়ের তরফ থেকে দুটি আবেদন পাঠায়। নীরব মোদির প্রত্যার্পনের আবেদন করেছিল ওই দুই কেন্দ্রীয় সংস্থা’।

তিনি জানান, ওই দুই আবেদন এখন বিবেচনা করে দেখছে ব্রিটিশ সরকারের অনুগত সংস্থা। চলতি বছরের জুন মাসেই নীরব মোদির খোঁজে বহু ইউরোপীয় দেশের সাহায্য চেয়েছিল ভারত।

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2EV8moT

December 29, 2018 at 02:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top