সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘরে ফিরল ছেলে

মাদারিহাট, ২১ ডিসেম্বরঃ সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে বিভিন্ন সময়ে নানা প্রশ্ন ওঠে। তবে সেই সোশ্যাল মিডিয়াই হারানো ছেলেকে বাড়িতে ফিরিয়ে দিল।

মানসিক ভারসাম্যহীন এক যুবক বেশ কিছুদিন ধরে মাদারিহাটে ঘুরে বেড়াচ্ছিল। মাদারিহাটের মেঘনাথ সাহা নগরের বাসিন্দা জনৈক গনেশ শর্মা এবং জনক শর্মা তার ছবি তুলে ফেসবুকে পোস্ট করে। ফেসবুকে ছবি দেখে যুবককে চিহ্নিত করে বাড়ির লোক। জানা গিয়েছে, ওই যুবকের নাম প্রদীপ বিশ্বকর্মা, বাড়ি চামুর্চি এলাকায়।

গনেশ শর্মা নামে ওই ব্যক্তি জানান, গত সোমবার তারা ফেসবুকে ছবি পোস্ট করেন। এরপর বৃহস্পতিবার প্রদীপের ভাই শঙ্করের এক বন্ধু সেখানে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করেন। পরে যুবকের বাড়ির লোক জনকের সঙ্গে যোগাযোগ করে শুক্রবার তাকে নিজের বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। যুবকের ভাই শঙ্কর জানান, প্রায় দু’সপ্তাহ ধরে নিখোঁজ ছিল প্রদীপ। তাকে ফের খুঁজে পেয়ে বাড়ির সকলেই খুশি।

সংবাদদাতাঃ বিপ্লব দাস

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2ShlNTO

December 21, 2018 at 09:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top