এপ্রিল থেকে গাড়িতে বসবে হাই সিকিওরিটিযুক্ত নম্বর প্লেট

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বরঃ বিশেষ সুরক্ষাবিধি মেনে নতুন নম্বর প্লেট বসতে চলেছে গাড়িতে। আগামী অর্থবর্ষ থেকে জাল রুখতে গাড়িতে হাই-সিকিওরিটি রেজিস্ট্রেশন প্লেট লাগানো বাধ্যতামূলক করা হচ্ছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি লোকসভায় এক প্রশ্নের উত্তরে জানান, গাড়ির সামনে এবং পিছনে লাগানো হাই-সিকিওরিটি রেজিস্ট্রেশন প্লেটগুলিতে থাকবে ক্রোমিয়ামের তৈরি বিশেষ হলোগ্রাম৷ তার পাশাপাশি লেসার রশ্মি দিয়ে প্রোথিত পার্মানেন্ট আইডেন্টিফিকেশন নম্বরও থাকবে, যেটা একেবারে প্রতিটি গাড়ির জন্য আলাদা হবে। এরফলে জাল নম্বর প্লেট এর ব্যবহার আটকানো যাবে বলে মনে করা হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2BKGTmB

December 28, 2018 at 03:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top