নিউ ইয়র্ক, ২ ডিসেম্বরঃ চলতি বছর পিপল’স ওয়ার্ড বা জনগণের শব্দ হিসেবে কেমব্রিজের অভিধানে জায়গা পেল নমোফোবিয়া(Nomophobia)। সম্প্রতি চারটি শব্দের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিলেন কেমব্রিজের সম্পাদকমণ্ডলী। ভোট দিয়ে পছন্দের ‘শব্দ’টিকে বেছে নিতে বলা হয়েছিল। সেখানে সবচেয়ে বেশি ভোট পেয়ে ২০১৮-র পিপল’স ওয়ার্ড নির্বাচিত হয় Nomophobia।
হাতের কাছে নিজের স্মার্ট ফোনটি ছাড়া আজকাল যে উদ্বেগ বা উৎকণ্ঠা তৈরি হয় মনে, তা বোঝাতেই কেমব্রিজের অভিধানে Nomophobia শব্দটির সংযোজন।
Nomophobia ছাড়াও ভোট প্রয়োগের জন্য দেওয়া বাকি তিনটি শব্দ হল জেন্ডার গ্যাপ(gender gap), ইকোসাইড(ecocide) ও নো-প্ল্যাটফর্মিং(no-platforming)।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PccWQV
December 02, 2018 at 02:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন