বারাণসী, ৫ ডিসেম্বরঃ বারাণসীর সংকটমোচন মন্দিরকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। এমনই হুমকি দেওয়া হয়েছে রীতিমত চিঠি লিখে। যা পুলিশ প্রশাসনকে জানিয়েছেন মন্দিরের মহন্ত বিশ্বম্ভরনাথ মিশ্র। ইতিমধ্যেই এই হুমকি চিঠি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
বিশ্বম্ভরনাথ মিশ্র বলেন, ‘বুধবার এই হুমকি চিঠি হাতে পাই। তা পুলিশের কাছে জমা দিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও আবেদন করা হয়েছে। চিঠিতে বড় ধরণের বোমা বিস্ফোরণ ঘটিয়ে সংকটমোচন মন্দির উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে। ২০০৬ সালেও এই মন্দিরকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছিল।’
সিনিয়র পুলিশ সুপার আনন্দ কুলকার্নি বলেন, ‘হুমকি চিঠিতে কয়েকটি নাম ও মোবাইল নম্বর আছে। যা খতিয়ে দেখা হচ্ছে। বারাণসীর এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। তাই এখানের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। আপাতত অজ্ঞাতপরিচয়ের ব্যক্তির বিরুদ্ধে বারাণসীর লঙ্কা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Ugq637
December 05, 2018 at 06:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন