নয়ডায় ভুয়ো কল সেন্টারের খোঁজ, ধৃত ১২৬

নয়ডা, ২৪ ডিসেম্বরঃ নয়ডার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫টি ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস করল পুলিশ। এই ঘটনায় মোট ১২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ৪০০টি-র বেশি কম্পিউটার।

দিল্লির সংলগ্ন এলাকায় বসে সাইবার অপরাধীরা বিদেশের নাগরিকদের প্রতারণার শিকার করছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল। বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার নাগরিকদের নিশানা করছে সাইবার অপরাধীরা। গত জুলাইতে এনিয়ে আলোচনার জন্য ভারতে এসেছিলেন এফবিআই এবং রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের আধিকারিকরা। এনিয়ে নয়ডার পুলিশ প্রধানের সঙ্গে বৈঠক করেন তাঁরা। এই বৈঠকে সমন্বয়কারীর ভূমিকা পালন করেছে ইন্টারপোল। এই বৈঠকের পরিপ্রেক্ষিতে নয়ডার বিভিন্ন এলাকায় গজিয়ে ওঠা কল সেন্টারগুলির ওপর নজরদারি শুরু করে পুলিশ। গত ২০ জুলাই থেকে ২১ ডিসেম্বরের মধ্যে মোট ২৫টি ভুয়ো কল সেন্টারের খোঁজ পান তদন্তকারীরা। সেগুলি সিল করে দেওয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১২৬ জনকে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2ELVhih

December 24, 2018 at 05:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top