ঢাকা, ০৭ ডিসেম্বর- একাদশ নিয়ে মধুর সমস্যায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। রবিবার শুরু হবে ওয়ানডে সিরিজ। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কারা মাঠে নামবেন, তা নিয়ে দ্বিধান্বিত স্বাগতিকরা। এমনকি কোচ স্টিভ রোডসও এ নিয়ে ধোঁয়াশায়। তামিম ইকবাল অটোমেটিক চয়েজ হলেও ওপেনিংয়ে তার সঙ্গী কে হবেন, তা নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা। সৌম্য সরকার, ইমরুল কায়েস আর লিটন দাসের মধ্যে থেকে একজনকে বেছে নিতে হিমশিম খেতে হচ্ছে। এশিয়া কাপের ফাইনালে সেঞ্চুরি এবং জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৮৩ রান করা লিটন জোরালো দাবিদার। হঠাৎ সুযোগ পেয়ে শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করা সৌম্যর ব্যাট থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও এসেছে তিন অঙ্কের দারুণ ইনিংস। ইমরুলের পারফরম্যান্স তো অনবদ্য। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি। জিম্বাবুয়ে সিরিজে দুটি সেঞ্চুরি সহ তার রান ছিল ৩৪৯। প্রথম ওয়ানডেতে তাই একাদশ নিয়ে সিদ্ধান্তহীনতায় বাংলাদেশ। স্বয়ং কোচও বুঝতে পারছেন না কাকে একাদশে রাখা হবে, কাকে বেছে নেওয়া হবে সেই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন হয়ে পড়েছে টিম ম্যানেজমেন্টের জন্য। জিম্বাবুয়ে সিরিজে ইমরুলের ব্যাট থেকে এসেছে ৩৪৯ রান। ইনজুরি কাটিয়ে মাঠে নেমে তামিম দুর্দান্ত খেলেছে। জিম্বাবুয়ের বিপক্ষে লিটন ৮৩ রানের ইনিংস খেলেছে, তার আগে এশিয়া কাপের ফাইনালে সেঞ্চুরিও করেছে সে। অন্যদিকে প্রস্তুতি ম্যাচে তিনে নেমে সেঞ্চুরি পেয়েছে সৌম্য। বলা যায় দারুণ একটা প্রতিযোগিতা হচ্ছে ওদের মধ্যে। তবে আমি চূড়ান্ত একাদশ নিয়ে কিছু জানি না। এ নিয়ে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু অবশ্য উপভোগ করছেন এই লড়াই, দলে সুযোগ পেতে তীব্র লড়াই হচ্ছে। এক দিক দিয়ে এটা আমাদের জন্য ভালো। ব্যাকআপ ক্রিকেটাররা ভালো করলে দলের জন্যই মঙ্গল। টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ক্রিকেটাররা দারুণ আত্মবিশ্বাসী এখন। তবে ওয়ানডেতে ক্যারিবীয়রা যে বিপজ্জনক দল, সেটা ভালো মতোই জানা রোডসের। তাই শিষ্যদের প্রতি তার সতর্কবার্তা, ওয়ানডে সিরিজে কঠিন লড়াই হবে। সিরিজ জিততে নিজেদের সেরাটা দিতে হবে আমাদের। টেস্ট সিরিজে হেরে ওয়েস্ট ইন্ডিজ নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে চাইবে। কয়েক মাস আগে ক্যারিবিয়ান সফরে টেস্ট সিরিজের ব্যর্থতা পেছনে ফেলে ঘুরে দাঁড়িয়েছিলাম আমরা। আমাদের তাই সতর্ক থাকতে হবে। প্রায় আড়াই মাস পর মাঠে ফিরে সেঞ্চুরি করা তামিমকে নিয়ে কোচের প্রশংসাসূচক মন্তব্য, তামিম ইকবালের জন্য প্রস্তুতি ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তামিম সেরা ফর্মে আছে, আর এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। সে আমাদের ওয়ানডে দলের গুরুত্বপূর্ণ সদস্য। আশা করি, ওয়ানডে সিরিজেও তার ব্যাট থেকে রান আসবে। এমএ/ ০৫:২০/ ০৭ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2EiCD1o
December 08, 2018 at 01:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top