সিলেট, ১৪ ডিসেম্বর- সবার দৃষ্টি এখন সিলেট স্টেডিয়ামে। আজ ওয়ানডেতে অভিষেক হয়েছে দৃষ্টিনন্দন ও নয়নাভিরাম সিলেট স্টেডিয়ামের। সেখানে চলছে সিরিজের অঘোষিত ফাইনাল তৃতীয় ও শেষ ওয়ানডে। বৃহস্পতিবার বেলা ১২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচে প্রথম ব্রেকথ্রু এনে দেন মিরাজ। প্রথম দশ ওভারে এটি ছিল বাংলাদেশ শিবিরের একমাত্র সাফল্য। সেই মুহুর্তটি ছাড়া মাঠে তেমন উত্তেজনা বা উল্লাস লক্ষ্য করার ছিলনা সে সময়। কিন্তু বেলা ১২টা ৩৫ মিনিটের দিকে হঠাৎ উল্লাসে ফেটে পরে গ্যালারি। তবে সেটি কোনো উইকেট পতনের নয়। এ সময় এগারো নম্বর ওভার করতে বোলিংয়ে আসেন মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি বোলিংয়ে আসার সঙ্গেসঙ্গেই যেন দর্শক গ্যালারি প্রাণ ফিরে পায়। চারিদিকে উচ্চারিত হয় একটাই শব্দ - নৌকা নৌকা। ২২ গজের খেলায় নৌকা এলো কেন সেটি হয়ত ভাবার অবকাশ নেই কারও। মাশরাফিকে স্বাগত জানিয়েই গ্যালারির দর্শকদের এমন উচ্চারণ তা জানা সবারই। মাশরাফিকে উদ্দেশ্য করে গ্যালারির এক দিকে থেকে নৌকা নৌকা স্লোগান শুরু হয় যা অল্প সময়েই ছড়িয়ে পরে সবগুলো গ্যালারিতে। পূর্ব-পশ্চিম, ক্লাব হাউজ কী ভিআইপি সব গ্যালারিই মুখরিত হয় নৌকা নৌকা স্লোগানে। উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী নড়াইল এক্সপ্রেসখ্যাত মাশরাফি। তার রাজনীতিতে যোগ দান এখন আলোচিত একটি ইস্যু। সেকারণে খেলার মাঠে লেগেছে রাজনৈতিক মাঠের ছোঁয়া। শেষ খবর পর্যন্ত পুরো ৫০ ওভারে ৯ উইকেট ১৯৮ রানে ওয়েস্ট ইন্ডিজকে বেধে ফেলেছে মাশরাফি, মিরাজ, সাকিব ও সাইফুদ্দিন। সূত্র: যুগান্তর এমএ/ ০২:০০/ ১৪ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PCMq3A
December 14, 2018 at 10:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top