জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সমস্ত বিয়ে বাতিলের নির্দেশ যোগী সরকারের

লখনউ, ১ ডিসেম্বরঃ আগামী বছর জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বন্ধ রাখতে হবে বিয়ের অনুষ্ঠান। এমনই নির্দেশ জারি করল যোগী আদিত্যনাথের সরকার।

নির্দেশিকায় বলা হয়েছে, কুম্ভ স্নানের দিন, আগে ও পরে প্রয়াগরাজে কোনো বিয়ে হবে না। জেলা প্রশাসনকে এই নির্দেশের কপিও পাঠিয়ে দেওয়া হয়েছে। এমনকী বিভিন্ন হোটেল, বিয়েবাড়িগুলিতেও নির্দেশ গিয়েছে। কোনো বুকিং থাকলে তা বাতিল করতে বলা হয়েছে।

সরকারের এই ঘোষণায় বিয়ে ঠিক করা পরিবারগুলি সমস্যায় পড়েছে। সমস্যায় পড়েছেন হোটেল বা বিয়েবাড়ির মালিকরাও। কেউ কেউ আইনি পথ নিতে চাইছেন।

কুম্ভ স্নানের সময় সবমিলিয়ে মোট ছ’টি গুরুত্বপূর্ণ দিন থাকে। জানুয়ারিতে মকর সংক্রান্তি ও পৌষ পূর্ণিমা স্নান, ফেব্রুয়ারিতে মৌনি অমাবস্যা, বসন্ত পঞ্চমী ও মাঘী পূর্ণিমা স্নান এবং মার্চে মহা শিবরাত্রিতে স্নান করে পূণ্য অর্জনের প্রার্থনা করা হয়। এই সময়ে লক্ষ লক্ষ মানুষ প্রয়াগে ভিড় করেন।

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2E7nBv9

December 01, 2018 at 01:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top