বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: বিশ্বনাথ-রামাপাশা সড়কে ভারী (বড়) গাড়ী প্রবেশ না করতে সড়কের মধ্যখানে পিলার পুতে দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। কিন্তু পুতে দেয়া পিলারগুলো হেলে পড়েছে। এতে যে কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা এমনটাই মনে করছেন সচেতন মহল। অনেকেই বলেছেন, ঘন ঘুয়াশায় শীতের রাতে গাড়িগুলো নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনা ঘটতে পারে। দূর্ঘটনা এড়াতে পিলারগুলো উপড়ে ফেলা কিংবা খাড়া করে দিবে হবে। এ ব্যাপারে সড়ক ও জনপদের প্রতি সু-দৃষ্টি কামনা করেছেন অনেক গাড়ি চালক ও সচেতন মহলের ব্যক্তিরা।
বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী সাংবাদিকদের বলেন, বিষয়টি আমি দেখেছি, দূর্ঘটনা ঘটতে পারে সেটাও মনে করছি কিন্তু এটা সড়ক ও জনপদের ব্যাপার।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2PjMULF
December 05, 2018 at 08:39PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.