নয়াদিল্লি, ২৮ ডিসেম্বরঃ ই-কমার্স সাইটের ধাক্কায় মার খাচ্ছে ছোটো ব্যবসায়ীরা। এর ফলে একাধিক নিয়মনীতি জারি করল কেন্দ্রীয় সরকার। ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে এই নির্দেশিকা। এরফলে বন্ধ হতে পারে ই কমার্স সাইটগুলোতে এক্সক্লুসিভ অফার এবং কমতে পারে পণ্যের উপর ছাড়ের পরিমাণ।
কেন্দ্রীয় সরকারের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, কোনো ই কমার্স সাইটের সঙ্গে যে সংস্থার চুক্তি নেই তারা তাদের পণ্যের সর্বোচ্চ ২৫ শতাংশ অনলাইন সংস্থার মাধ্যমে বিক্রি করতে পারবে। বাকি পণ্য সাধারণ বাজারে খুচরো ব্যবসায়ীদের মাধ্যমে বিক্রি করতে হবে। ফলে নির্দিষ্ট কোনও পণ্য নিয়ে ই কমার্স সাইটগুলি একচেটিয়া ব্যবসা করতে পারবে না।
বাণিজ্যমন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘যে সংস্থার সঙ্গে ই কমার্স সাইটের চুক্তি নেই তারা এখন থেকে সেই সমস্ত সংস্থার গুদাম বা অন্য কোনও পরিকাঠামো ব্যবসায়ীক লাভের জন্য ব্যবহার করতে পারবে না।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Ah0gUk
December 28, 2018 at 01:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন