দার্জিলিংয়ে গণ্ডগোলের ঘটনায় বিমল সহ ৭২ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ, বাদ বিনয়রা

দার্জিলিং, ১৭ ডিসেম্বরঃ গত বছরের ৮ জুন দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রীসভার বৈঠকের দিন গণ্ডগোলের ঘটনায় বিমল গুরুং, রোশন গিরি সহ গোর্খা জনমুক্তি মোর্চার ৭২ জন নেতানেত্রীর বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করল সিআইডি। তবে, তাত্পর্যপূর্ণভাবে এই চার্জশিটে বিনয় তামাং সহ তাঁর শিবিরে ভিড়ে যাওযা সাত নেতার নাম নেই। পুলিশের দায়ের করা স্বতপ্রণোদিত মামলায় নাম থাকলেও এই তালিকায় কেন বিনয়দের নাম নেই? আদালতে সিআইডির যুক্তি, তথ্য প্রমাণ না পাওয়ায় বিনয় তামাং সহ সাতজনের নাম বাদ দেওয়া হয়েছে।

দার্জিলিং আদালতের সরকারি আইনজীবী পঙ্কজ প্রসাদ জানিয়েছেন, এই মামলায় ফেরার থাকা ৪৫ জন নেতার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করার আর্জি জানিয়েছে সিআইডি। তিনি জানিয়েছেন, সোমবার সিআইডির প্রতিনিধি দল আদালতে এসে চার্জশিট জমা দিয়েছে। চার্জশিটে বিমল, রোশন, আশা গুরুংদের নাম রয়েছে। কিন্তু তথ্য প্রমাণের অভাবে বিনয় তামাং, জ্যোতিকুমার রাই, মনদীপ শর্মা, আহমেদ মুখিয়া, জন রাই, দেবরাজ দেওয়ান এবং প্রয়াত বরুণ ভুজেলের নাম বাদ দেওয়া হয়েছে। তবে, পরবর্তীতে প্রয়োজনে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হতে পারে বলে সিআইডি সূত্রে খবর।

সংবাদদাতাঃ রণজিৎ ঘোষ



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QExKpZ

December 17, 2018 at 11:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top