রাজ কাপুর-দিলীপ কুমারের পৈতৃক বাড়ি কিনছে পাকিস্তান

পেশোয়ার, ২৩ ডিসেম্বরঃ বলিউডের দুই সুপারস্টার রাজ কাপুর ও দিলীপ কুমারের পৈতৃক বাড়ি কিনে নিতে চলেছে পাকিস্তানের খাইবার-পাখতুনওয়া প্রদেশ সরকার। দেশভাগের স্মৃতিবিজড়িত মোট ২৫টি বাড়ি কেনা হবে। কিছুদিন আগেই পাকিস্তান সরকার এই দুই বাড়িকে দেশের ‘ন্যাশনাল হেরিটেজ’ হিসেবে ঘোষণা করেছে।

পেশোয়ারের কিসসা খাওয়ানি বাজার এলাকায় ছিল রাজ কাপুরের পৈতৃক বাড়ি। বাড়িটি পরিচিত ‘কাপুর হাভেলি’ নামে পরিচিত। বাড়িটি তৈরি করেছিলেন রাজ কাপুরের ঠাকুরদা বশেশ্বরনাথ কাপুর। এই বাড়িতেই  রাজ কাপুর জন্মগ্রহণ করেন।  কিছুদিন আগে পাকিস্তান সরকারের সঙ্গে ফোনে যোগাযোগ করেন ঋষি কাপুর। অনুরোধ করেন তাঁদের পৈতৃক বাড়িটিকে যেন মিউজিয়ামে পরিণত করা হয়। অথবা যেন কোনও প্রতিষ্ঠান তৈরি করা হয় ওই বাড়িতে। পাকিস্তানের বিদেশের মন্ত্রী শাহ মাহমুদ কুরেশি জানান, ঋষির অনুরোধ গ্রহণ করেছেন তাঁরা।  কিসসা খাওয়ানি বাজারেই রয়েছে অভিনেতা দিলীপ কুমারের  বাড়ি। জানা গিয়েছে, এই ২৫টি বাড়ি কেনার জন্য প্রায় ৬১ কোটি টাকা খরচ করেছে পাকিস্তান



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2T19lrc

December 23, 2018 at 12:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top