ঢাকা, ০২ নভেম্বর- গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল বাংলাদেশ দলের। দুই ম্যাচের টেস্ট সিরিজে হেরেছিল ২-০ ব্যবধানে। সেই হোয়াইটওয়াশের দুঃসহ স্মৃতি এবার মোছার পালা সম্পন্ন হলো। ঘরের মাঠে উইন্ডিজকে ঠিক-২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে সাকিব আল হাসানের দল। পাশাপাশি দ্বিতীয় টেস্টে আজ প্রথমবারের মতো ইনিংস ব্যবধানে জয় পেয়েছে টিম টাইগার। ম্যান অব দ্য ম্যাচ মেহেদী মিরাজ আর সিরিজসেরা হয়েছে সাকিব আল হাসান। গত জুলাইয়ে অ্যান্টিগায় প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানে অল-আউট হওয়ার লজ্জা পেয়েছিল বাংলাদেশ। উইন্ডিজ জিতেছিল ইনিংস এবং ২১৯ রানের বিশাল ব্যবধানে। নিজেদের উইকেটে চার পেসার নিয়ে খেলা উইন্ডিজ কিংস্টনে দ্বিতীয় টেস্ট জিতেছিল ১৬৬ রানে। তাদের গতি আর বাউন্সের কাছে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ। এতে অবশ্য ব্যাটসম্যনদের বাজে শটের দায় ছিল প্রচুর। যে কারণে ওই সফরের কোনো ইনিংসেই দেড়শ পার হয়নি বাংলাদেশের স্কোর। এবার ঘরের মাঠে বাগে পেয়ে চট্টগ্রামে প্রথম টেস্টে বাংলাদেশ জিতেছিল ৬৪ রানে। হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলায় উইন্ডিজ সফরের স্মৃতি ফিরিয়ে আনে বাংলাদেশ। জুলাইয়ে উইন্ডিজ যেমন চার পেসার খেলিয়েছিল, তার জবাব হিসেবে চার স্পিনার নামিয়ে দেয় বাংলাদেশ। দুই ইনিংসে ১২ উইকেট নিয়ে আড়াই দিনেই উইন্ডিজকে গুঁড়িয়ে দেন মেহেদী হাসান মিরাজ। ইনিংস এবং ১৮৪ রানের বিশাল ব্যবধানে টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। টাইগারদের এটি ১৩তম টেস্ট জয়। আগমী রবিবার ৯ ডিসেম্বর থেকে মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিত হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। পরের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১ এবং ১৮ ডিসেম্বর। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৭, ২০ এবং ২২ ডিসেম্বর। এমএ/ ০৩:২২/ ০২ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2SmgjXq
December 02, 2018 at 09:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top