নয়াদিল্লিঃ তাপমাত্রা ৩.৭ ডিগ্রিতে নেমে আসায় দিল্লিতে ব্যহত হল বিমান ও ট্রেন চলাচল। রবিবার সকালে ঘন কুয়াশায় মোড়া ছিল রাজধানী। বেলা গড়ানোর পরও পরিস্থিতির খুব একটা পালটায় নি। ফলে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচটি আন্তর্জাতিক বিমান ও ১৬টি অন্তর্দেশীয় বিমানের উড়ান পিছিয়ে দেওয়া হয়।
পাশাপাশি, বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরেও রবিবার সারাদিন একই পরিস্থিতি দেখা যায়। সেখানেও আবহাওয়ার কারণে প্রায় ২৯টি বিমানের উড়ান পিছিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই রীতিমত সমস্যায় পড়েন যাত্রীরা। একই কারণে দেশজুড়ে ট্রেন চলাচলও বিপর্যস্ত হয়ে পড়ে। ১৩১টি ট্রেন বাতিল বলে ঘোষণা করা হয়।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও ওডিশায় আগামী ৩-৪ দিন এই পরিস্থিতি বজায় থাকবে। তবে উত্তর পশ্চিম, পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতে আগামী ২-৩ দিনে তাপমাত্রা তুলনামূলক কমতে পারে বলে জানা গিয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2T86RaO
December 23, 2018 at 05:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন