নয়াদিল্লি, ২৭ ডিসেম্বরঃ প্রধানমন্ত্রীর কাছে দরবার করার পরই উপহার পেতে চলেছে তেলেঙ্গানা। নতুন রাজ্য হওয়ার সাড়ে চার বছর পর নিজস্ব হাইকোর্ট পেতে চলেছে তেলেঙ্গানা। ১ জানুয়ারি থেকে হায়দরাবাদ হাইকোর্ট তেলেঙ্গানার নিজস্ব হাইকোর্ট হবে। একইভাবে নতুন বছরের প্রথম দিন থেকে নিজস্ব হাইকোর্ট পেতে চলেছে অন্ধ্রপ্রদেশ। বুধবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ একটি বিজ্ঞপ্তি জারি করেঅমরাবতীতে নতুন হাইকোর্ট চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।
এতদিন পর্যন্ত হায়দরাবাদ হাইকোর্ট দুটি রাজ্যের জন্যেই কাজ করছিল। ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে তার পরিচয় বদলে হবে তেলেঙ্গানা হাইকোর্ট। পৃথক রাজ্য পাওয়ার পর দীর্ঘ সময় ধরে আলাদা হাইকোর্টের দাবি নিয়ে সরব ছিল টিআরএস সরকার। বুধবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এ নিয়ে কথা বলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তারপরেই সন্ধেবেলা বিজ্ঞপ্তি জারি করা হয় রাষ্ট্রপতির দফতর থেকে।
বর্তমানে হায়দরাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণণ দুটি রাজ্যের হয়েই হাইকোর্টে দায়িত্ব পালন করছেন। ১ জানুয়ারি থেকে তাঁকে কোনও একটি হাইকোর্ট বেছে নিতে হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2RohLfm
December 27, 2018 at 01:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন