কলকাতা, ০৫ ডিসেম্বর- যৌন নিপীড়ন বিরোধী আন্দোলন হ্যাশট্যাগ মি-টু নিয়ে অনেকেই কথা বলেছেন। হলিউড-বলিউডের অনেক নামিদামি অভিনেত্রী তাদের সহকর্মী ও পরিচালকদের বিরুদ্ধে এই অভিযোগ এনে আলোচনায় এসেছেন। কিন্তু এই আন্দোলনে পিছিয়ে রয়েছে কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রি- টালিউড। এখানে এখনো কাউকে মুখ খুলতে দেখা না গেলেও এবার স্বস্তিকা মুখার্জি বিষয়টি নিয়ে কথা বলেছেন। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, বলিউডের চেয়ে টালিউড অনেক ছোট ইন্ডাস্ট্রি। এখানে পরিচালক, প্রযোজক আছেনই হাতে গোনা কয়েকজন। এখন #মি টু নিয়ে কথা বলতে হলে তো তাদের কারও নামই বলতে হবে? তখন কী করব? তিনি আরও বলেন, এখানে নাম বললে আর চাকরি হবে না, তারা কোনও কাজে নিবে না। বসে থাকতে হবে। যার নাম বলবেন, সে আপনাকে আর কাজে নেবে না। অন্যরাও নেবে না। এখানে যারা ক্যারিয়ার গড়তে চায়, তারা চেপে যায়। সম্পর্কটা হয়ে যায় দেয়া-নেয়ার। একবার যদি মুখ বুজে সুবিধা নিতে শুরু করেন, তাহলে আর #মি টু বলে চেঁচানোর সুযোগ থাকে না। নিজের প্রেমের বিষয়েও খোলামেলা কথা বলেছেন স্বস্তিকা। তিনি বলেন, আমার জীবনে বহু মানুষ এসেছে (হাসি)। পুরুষে ভরা জীবন আমার। পুরুষ ছাড়া জীবন বিরক্তিকর। তবে কথা হচ্ছে, লোকে আমার কাজ নিয়ে আলোচনা করে কম, সম্পর্ক নিয়ে করে বেশি। আর/০৮:১৪/০৫ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KSQSdz
December 05, 2018 at 04:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top