ঢাকা, ৩০ ডিসেম্বরঃ রবিবার সকাল থেকে বাংলাদেশে শুরু হয়েছে ভোটগ্রহণ। কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে দেশ। এরই মাঝে, হিংসার ঘটনায় মৃত্যু হল ২ জনের। বাঁশখালিতে বিরোধীরা থানায় হামলা চালায় বলে অভিযোগ। পুলিশ গুলি ছুড়লে একজনেরর মৃত্যু হয়। অন্যদিকে, আওয়ামি লিগের এক কর্মীকেও পিটিয়ে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ভোটের আগেই শাসক দলের কর্মী খুনে নতুন করে হিংসা ছড়ায় ঢাকায়। অভিযোগের তির ছিল বিরোধী বিএনপি ও তাদের শরিক জামাত-ই-ইসলামির দিকে। পাতিয়ার পুলিশ প্রধান মহম্মদ নিয়ামুতুল্লা জানিয়েছেন, পাথর নিয়ে ওই ব্যক্তির উপর হামলা চালানো হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান তিনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2LGH1Ii
December 30, 2018 at 05:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন