হেলাপাকড়িতে বেআইনি মদ উদ্ধার

হেলাপাকড়ি, ২৪ডিসেম্বরঃ বেআইনি মদের বিরুদ্ধে যৌথ অভিযান চালাল হেলাপাকড়ি ব্যবসায়ী সমিতি, বিভিন্ন ক্লাব ও নাগরিক মঞ্চের সদস্যরা। রবিবার রাতে অভিযানে নেমে হেলাপাকড়ি বাজার এলাকা থেকে বেশকিছু বেআইনি মদ উদ্ধার করেছেন তারা। বাকি বিক্রেতারা পালাতে সক্ষম হলেও মোটর সাইকেল সমেত হাতেনাতে ধরা পড়ে এক মদ বিক্রেতা। উদ্ধার হওয়া মদের বোতলগুলি বাজেয়াপ্ত করে বাজারের ধানহাটি মাঠে প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়। ধৃত মদ বিক্রেতা ভবিষ্যতে এই কারবার করার অঙ্গীকার করলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিবেকানন্দ স্পোটিং ক্লাবের সম্পাদক বিরাজ রায়ডাকুয়া, নেতাজী ক্লাবের সম্পাদক সঞ্জয় বসাক, ব্যবসায়ী সমিতির সম্পাদক স্বপন সেনরা জানান, গোপন সূত্রের খবর পেয়েই এদিন রাতে অভিযান চালানো হয়। তাদের বক্তব্য, বাজারের সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে মদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই যৌথ অভিযান চলছে। বেআইনি মদের কারবার রুখতে লাগাতার অভিযান অব্যহত থাকবে বলে জানান তাঁরা।

সংবাদদাতাঃ উৎপল সেন



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2BEOyCL

December 24, 2018 at 05:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top