পদত্যাগ করছেন না অলকা লাম্বা

নয়াদিল্লি, ২২ ডিসেম্বরঃ রাজীব গান্ধির ভারতরত্ন প্রত্যাহারের প্রস্তাবকে ঘিরে তুলকালাম দিল্লির বিধানসভা। ঠিক এই অবস্থায় চরম বিতর্ক তৈরি করলেন বিধায়ক অলকা লাম্বা। জানা গিয়েছে, শুক্রবার প্রাক্তন প্রধানমন্ত্রীর ভারতরত্ন প্রত্যাহারের জন্য সংশোধনী প্রস্তাব আনা হয় দিল্লি বিধানসভায়। ওই প্রস্তাবের বিরোধিতা করায় অলকা লাম্বাকে পদত্যাগ করতে আপ নেতৃত্বের তরফে চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ। সেই দাবি মেনে আপ বিধায়ক প্রথমে পদত্যাগের কথা জানালেও পরে তিনি বলেন, ‘আমি পদত্যাগ করছি না।

উল্লেখ্য, অলকা লাম্বা প্রায় ২০ বছর কংগ্রেসে ছিলেন। ২০১৪ সালে আপ-এ অংশগ্রহণ করেন তিনি। চাঁদনি চক কেন্দ্র থেকে দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ী হন অলকা লাম্বা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2GyJrK9

December 22, 2018 at 07:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top