কালিয়াগঞ্জের ক্ষুদিরাম স্মৃতি সংঘের উদ্যোগে রক্তদান শিবির

কালিয়াগঞ্জ, ৩ ডিসেম্বরঃ বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১৩০ তম জন্মজয়ন্তীতে স্বেচ্ছায় রক্তদান শিবির করে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ক্ষুদিরাম স্মৃতি সংঘের সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা হল। সোমবার শহরের স্কুল পাড়ায় ক্ষুদিরাম ক্লাব ময়দানে পতাকা উত্তোলন করা হয়। রক্তদান পর্বের পর সন্ধ্যায় ছিল ১৩০টি মোমবাতি প্রজ্জ্বলন ও মশাল মিছিলের করা হয়।

ক্ষুদিরাম স্মৃতি সংঘের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আগামী ২৭ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গ ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগীতামূলক অনুষ্ঠান চলবে। শেষ দিনে সন্ধ্যায় শ্রীকান্ত আচার্য্যের সঙ্গীত ছাড়াও মিরাক্কেল ও সারেগামাপা প্রতিযোগীতার শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করবেন।

এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের পৌরপ্রধান কার্তিক পাল ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার। সেখানে ক্ষুদিরাম ক্লাবের অন্যতম কর্মকর্তা বীরেন দাস ছাড়াও উৎসব কমিটির সম্পাদক অরিন্দম ভৌমিক, কালিয়াগঞ্জের ভূমি সংস্কার আধিকারিক বিদ্যুত্কুমার মাঝি প্রমুখ। এই শিবিরের সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় রায়গঞ্জ ব্লাড ব্যাংকের হাতে।

সংবাদদাতাঃ সুচন্দন কর্মকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Piyxau

December 03, 2018 at 08:33PM
03 Dec 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top