নয়াদিল্লি, ২১ ডিসেম্বরঃ ধর্মঘট ও ছুটির জাঁতাকলে আগামী পাঁচদিন দেশে বন্ধ থাকবে ব্যাংকিং পরিসেবা। প্রভাবিত হতে পারে এটিএম পরিসেবাও। এর জেরে চরম ভোগান্তির আশঙ্কা করছে সাধারণ মানুষ সহ শিল্পমহল।
আজ ২১ ডিসেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাংক অফিসারস কনফেডারেশন (এআইবিওসি)। ব্যাংক আধিকারিকদের বেতন সংক্রান্ত দাবিদাওয়া নিয়ে এআইবিওসি এই ধর্মঘটের ডাক দিয়েছে। উল্লেখ্য, এআইবিওসি-র এই ধর্মঘটে দেশের প্রায় ৩ লক্ষ ২০ হাজার ব্যাংক আধিকারিক যোগ দেবেন।
২২ ডিসেম্বর চতুর্থ শনিবার ও ২৩ ডিসেম্বর রবিবার হওয়ায় ব্যাংক বন্ধ থাকবে। তবে ২৪ ডিসেম্বর, সোমবার ব্যাংক খোলা থাকবে। ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটিতে ব্যাংক বন্ধ থাকবে। ২৬ ডিসেম্বর, বুধবার ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস (ইউএফবিইউ)। ব্যাংককর্মীদের ৯টি সংগঠনের যৌথ মঞ্চ ইউএফবিইউ। ওইদিন ইউএফবিইউ-এর ডাকে দেশের প্রায় ১০ লক্ষ ব্যাংককর্মী ধর্মঘটে যোগ দেবেন। ব্যাংক অফ বরোদা, দেনা ব্যাংক ও বিজয়া ব্যাংককে যুক্ত করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2T0IKdP
December 21, 2018 at 11:43AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন