দ্যা গ্লোবালনিউজ২৪ :: সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের কয়েকজন নেতার আশ্রয়ে প্রশ্রয়ে আওয়ামীলীগের ছাতার নীচে বেড়ে উঠছে জামাত-শিবিরের ক্যাডাররা। এমনকি এইসব নেতার কারনে পুলিশ প্রশাসনও জামাত-শিবির সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেনা।
যুক্তরাজ্য আওয়ামীলীগ-এর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নঈম উদ্দীন রিয়াজের ভাই বিয়ানীবাজার উপজেলার ৭নং মাথিউরা ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দীন-এর প্রত্যক্ষ্য মদদে সাদিকুর রহমান ফয়েজীর মতো শিবির ক্যাডাররা আওয়ামীলীগের ছত্রছায়ার বেপোরয়া হয়ে উঠেছে। স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীসহ সাধারন জনগনের মাঝে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। যা আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামীলীগের ভড়াডুবির কারন হয়ে দাড়াতে পারে।
অনুসন্ধানে বেরিয়ে আসে আরো চমকপদ তথ্য, জামাতে ইসলামী দলটি এতদিন বিএনপির ঘাড়ে সওয়ার ছিল, কিন্তু দলটির নিবন্ধন বাতিল হওয়ায় এবং বিভিন্ন নাশকতার মামলা থেকে বাচতে দলটির স্থানীয় পর্যায়ের নেতারা আওয়ামীলীগ নেতাদের আশ্রয় গ্রহন করছেন। স্থানীয় স্বার্থানেষী আওয়ামীলীগ নেতারাও স্বানীয় পর্যায়ে নিজেদের আধিপত্য বিস্তার করতে এসব চিহ্নিত শিবির ক্যাডারদের মদদ দিচ্ছেন।
সরকার বিরোধী বিভিন্ন নাশকতার মামলায় অভিযুক্ত জামাত শিবিরের ক্যাডাররা নিজেদের বাচাতে এখন তারা ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতা এবং জনপ্রতিনিধিদের হাত ধরে আওয়ামীলীগে যোগ দিচ্ছেন। যা ইতিমাধ্যে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
গত কয়েকদিন আগে সরকার বিরোধী বিভিন্ন নাশকতার মামলায় অভিযুক্ত ওয়ারেন্ট ভুক্ত আসামি বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাদিকুর রহমান ফয়েজী আওয়ামীলীগ নেতা ও ৭ নং মাথিউরা ইউপি চেয়ারম্যান সিহাব উদ্দিন সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং আওয়ামীলীগের বিভিন্ন সিনিয়র নেতাদের সাথে যুবলীগ নেতা হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন, তারই একটি চিত্র গতকাল শেখ হাসিনা’র সিলেটের নির্বাচনী জনসভায় দেখা যায়। যা স্থানীয় আওয়ামীলীগ নেতাদের মাঝে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বিভিন্ন তথ্য সূত্রে জানা যায়, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছাদিকুর রহমান ফয়েজী সিহাব উদ্দিন চেয়ারম্যানের নিজ এলাকার লোক। তাছাড়া এই শিবির নেতার সাথে সিহাব উদ্দিন চেয়ারম্যানের যৌথ ব্যবসা রয়েছে। আরও জানাযায় যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজের ভাই সিহাব উদ্দিন চেয়ারম্যান উপজেলায় নিজের আধিপত্য কায়েম করতে উপজেলা ছাত্রলীগের একাংশ রিবারবেল্ট নামক গ্রুপটিকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://bit.ly/2AcUbIl
December 23, 2018 at 02:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন