বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে বিস্ফোরক দ্রব্য মামলায় গ্রেফতাকৃত লিভার’সহ বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রান্ত কারাবন্ধি বিএনপি নেতা তাহিদ মিয়া চেয়ারম্যানের মুক্তির জন্য আদালতের কাছে অনুরুধ করেছেন পরিবারের সদস্যবৃন্দরা। তিনি দীর্ঘদিন ধরে মারাত্বকভাবে লিভার রোগ’সহ বিভিন্ন জটিল ও কঠিন রোগে ভোগতেছেন। রোগাক্রান্ত হলে তিনি ইন্ডিয়া’সহ দেশের অনেক বড় বড় ডাক্তাদের কাছে চিকিৎসা নিয়ে আসছেন। ইতোমধ্যে তিনি ডাক্তারের দেয়া খাদ্য তালিকা অনুযায়ি সতর্কতা অবলম্বন করে চলছেন। পাশাপাশি ডায়বেটিস রোগের জন্য প্রতিদিন ইনসুলিনও দিতে হচ্ছে। এমনভাবে বিএনপি নেতা তাহিদ মিয়া নানা রোগে আক্রান্ত অবস্থায় কারাবন্ধি রয়েছেন। তার রোগের জন্য অশংখ্য টেষ্ট রিপোর্ট ও ডাক্তারের প্রেসক্রীপশন রয়েছে।
তার ডাক্তারি রিপোর্ট অনুযায়ি দেখা যায়, সম্প্রতি ১৯আগষ্ট শরীরের অবনতি হলে তিনি সিলেটের সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। অবশেষে মাত্র ৮দিন পর ১৯সেপ্টেম্বর তিনি উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া গিয়ে এপলো সুগার ক্লিনিকে চিকিসা শেষে ২৯সেপ্টেম্বর দেশে ফিরেন। দেশে ফেরার পর আবার অসুস্থ হলে ৯অক্টোবর মাউন্ট এডোরা হাসপিটালে ভর্তি হন। সেখানে তার অবনতি দেখা দিলে ১১অক্টোবর তাকে নুরজাহান হসপিটালে হস্তান্তর করেন পরিবারের লোকজন। ওই হাসপাতালে ৪দিন চিকিৎসা নিয়ে ১৫অক্টোবর বাড়ি ফিরেন। এর মাত্র ২৪দিন পর অসুস্থ অবস্থায় ৯নভেম্বর সন্ধ্যায় তাকে পাশের বাড়ি থেকে গ্রেফতার করে থানা পুলিশ। বর্তমানে ওই বিএনপি নেতা লিভার রোগসহ বিভিন্ন জটিল ও কঠিন রোগে কারাভোগ করছেন। এনিয়ে তার পরিবারের লোকজন চরম হতাশায় দিন কাটাতে হচ্ছেন। তাই আদালতের কাছে তার মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে আকুল আবেদন করা হয়েছে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2EbvwHI
December 03, 2018 at 11:50AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন