বাবুরহাটে আটক কয়েক পেটি চোলাইয়ের বোতল

সোনাপুর, ২৬ ডিসেম্বরঃ আটক করা হল কয়েক পেটি চোলাইয়ের বোতল। জানা গিয়েছে, বুধবার রাত ৮টা নাগাদ বাবুরহাটের স্থানীয় এক চোলাই ব্যবসায়ি ব্যাগে করে চোলাইয়ের বোতল নিয়ে যাচ্ছিলেন। সেই সময় রাতপাহারার কাজে নিযুক্ত প্রমীলা বাহিনীর সদস্যারা এই চোলাইয়ের বোতলগুলি আটক করেন। ওই চোলাই ব্যবসায়ী তড়িঘড়ি এলাকা ছেড়ে চম্পট দেয়। পরে উদ্ধার হওয়া ওই চোলাইগুলি বাহিনীর সদস্যারা নষ্ট করে দেন। এই ঘটনায় সোনাপুর ফাঁড়ির ওসি তাপস হোড় প্রমীলা বাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

সংবাদদাতাঃ নয়ন রায়



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2ER8p5D

December 26, 2018 at 10:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top